logo
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ ১৭:৩৬
সাফল্যের চূড়া ছোয়ার স্বপ্ন
বগুড়ায় সবজি বিক্রেতার ছেলে তৌহিদ মেধা তালিকায় ডাক্তারি পড়ার চান্স পেয়েছে
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সবজি বিক্রেতার ছেলে তৌহিদ মেধা তালিকায় ডাক্তারি পড়ার চান্স পেয়েছে

বগুড়া জেলার সদর উপজেলার ১৭নং ওয়ার্ডের জয়পুরপাড়ার মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ ২০২১সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। সে সরকারি ভাবে উত্তীর্ণ ৪৩০০ জনের মধ্যে ৩৯৩ তম স্থান অধিকার করে স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকায় চান্স পেয়েছে। অদম্য মেধাবী তৌহিদুল অত্যান্ত অসহায় পরিবার থেকে উঠে এসেছে। সে ২০১৮ সালে এস ও এস হারম্যান মেইনার কলেজ বগুড়া থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করে এবং ২০২০ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

তার বাবা মোঃ তারিকুল ইসলাম পেশায় একজন রং মিস্ত্রী। রং মিস্ত্রী কাজ না থাকায় এবং সাংসারিক অস্বচ্ছলতার কারনে তিনি বর্তমানে একজন সবজি বিক্রেতা। দুই ভাই বোনের মধ্যে সে ছোট। পরিবারের অভাব অনাটন থাকার কারনে তার লেখাপড়া খরচ চালনো অসম্ভব হয়ে পড়ে। ঠিক এই সময়ে তার পাশে দাঁড়ায় এসওএস শিশুপল্লী বগুড়া। তার এই অদম্য মেধাকে তুলে ধরতে লেখা পড়ার সর্বাত্বক সহযোগিতা করেছে  এসওএস শিশুপল্লী বগুড়ার “পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি”। তার মা মোছাঃ মাশেদা বেগম এস ও এস শিশুপল্লী বগুড়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসওএস শিশুপল্লী ৮ম শ্রেণি থেকে তৌহিদের লেখাপড়ার সকল খরচ বহন করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি আমাদের পরিবারের পাশে না থাকলে তৌহিদ আজ ডাক্তারি পড়তে চান্স পেতনা।”

তৌহিদ বলেন, “আমার এই সাফল্যের পেছনে এস ও এস শিশুপল্লী বগুড়ার আওতাধীন পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর অবদান অপরিসীম।”