logo
আপডেট : ১৯ জুলাই, ২০১৯ ১৭:৪২
ভারতে ৫.৬ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক

ভারতে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ভারতের অরুণাচল প্রদেশ, আসাম এবং উত্তর-পূর্ব অঞ্চলের অন্যান্য রাজ্যে শুক্রবার বিকেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

এই ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল অরুণাচল প্রদেশের ইস্ট কামেং জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ দেশটির মেট অফিসের বরাত দিয়ে এসব তথ্য জানায়।

একাধিক খবরের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এদিন বিকেল ২টা ৫২ মিনিটে আসামের গুয়াহাটিসহ বেশকিছু অঞ্চল, নাগাল্যান্ডের দিমাপুর এবং অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পের ফলে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।