logo
আপডেট : ২০ জুলাই, ২০১৯ ১৩:৪৮
রাজধানীতে ছেলেধরা সন্দেহে নারীকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক

রাজধানীতে ছেলেধরা সন্দেহে নারীকে পিটিয়ে হত্যা

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডা কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে একটি মাদ্রাসা। সেখানে আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনজন বোরকা পরিহিতা নারী যান। তাঁরা বিদ্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় সন্দেহ হলে কয়েকজনের বাধার সম্মুখীন হন ওই তিন নারী। একপর্যায়ে তাঁদের মধ্যে দুজন নারী পালিয়ে গেলে অন্যজন গণপিটুনির শিকার হন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেধরা সন্দেহে এক নারী গণপিটুনির শিকার হয়েছেন। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।