প্রথমে সিরিয়ালে অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন হিনা খান। কিন্তু হঠাৎ করে সেটি ছেড়ে দিয়ে যোগ দেন রিয়েলিটি শো ‘বিগ বস’-এ। তারপর সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন। সবকিছু ছাপিয়ে তিনি ভারতীয়দের মধ্যে সবার আগে মাতিয়েছেন ৭২তম কান চলচ্চিত্র উত্সব।
এবারের আসরের লালগালিচায় হাঁটবেন অভিনেত্রী হিনা খান—এমনটা অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। তাঁর কথা সত্য হওয়ার মধ্য দিয়ে কানের লালগালিচায় অভিষেক হলো। পাথর দিয়ে নকশা করা ন্যাকেড গাউন পরে লালগালিচায় হেঁটেছেন তিনি। গাউনটির হাতা দুটি ছিল বেশ লম্বা, যা মাটি পর্যন্ত ছুঁয়ে গেছে। এ সময় হীনার কানে দেখা গেছে সাদা পাথরের ছোট একটি টপ।
কানের লালগালিচায় হাঁটার সাদাকালো একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হিনা খান। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি শুধু একটি ছবি নয়।’
এদিকে প্রথমদিন কানের লালগালিচায় রূপের জাদু দেখিয়েছেন গায়িকা সেলেনা গোমেজ, অভিনেত্রী জুলিয়ান মুর, ইভা লোঙ্গেরিয়া ও টিলডা সুইনটন।