আপডেট : ২০ জুলাই, ২০১৯ ২১:৩৮
জিএম কাদের ও রওশন এরশাদের বৈঠক
অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি একান্তে বৈঠক করেছেন।শনিবার দুপুরে গুলশানে বেগম রওশন এরশাদ এমপির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে আর্শিবাদ করেছেন বেগম রওশন এরশাদ এমপি। দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘ সময় পার্টির বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, বেগম রওশন এরশাদ আমাদের অভিভাবক। তার স্নেহ ও পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব।
তিনি বলেন, জাতীয় পার্টিতে অনৈক্য ও বিভেদের কোনো স্থান নেই। সবাইকে নিয়েই জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাবে।এ সময় বেগম রওশন এরশাদের বাসভবনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্মমহাসচিব হাসিবুল ইসলাম জয় এবং হুসেইন মুহম্মদ এরশাদের জেষ্ঠপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ।