logo
আপডেট : ৯ মে, ২০২১ ১৪:৪১
চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেস্ক

চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আর এর মধ্য দিয়ে এই প্রথম চীনের করোনার কোনো টিকা ডব্লিএইচও’র সবুজ সংকেত পেল।

জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা এই টিকার দুটি ডোজেরই অনুমোদন দিয়েছে, যা ইতোমধ্যে বিশ্বের অনেকগুলো দেশেই ব্যবহৃত হচ্ছে।

এদিকে এর আগে সংস্থাটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক সংবাদ সম্মেলনে বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সিনোফার্মের কোভিড -১৯ টিকা জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত করেছে। সংস্থায় তালিকাভুক্ত হওয়া এটি ষষ্ঠ টিকা।

বিশ্বজুড়ে টিকার সমবন্টন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্স্রের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে তাতেও টিকাটি এখন অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ পেল।

উল্লেখ্য, সিনোফার্ম ভ্যাকসিন ইতোমধ্যে বিশ্বের ৪২টি দেশে ব্যবহৃত হচ্ছে। বিশ্বে টিকা ব্যবহারের ক্ষেত্রে সিনোফার্মের অবস্থান চতুর্থ। প্রথম অবস্থানে রয়েছে অক্সফোর্ডের টিকা যা ১৬৬ দেশে ব্যবহৃত হচ্ছে। ফাইজার বায়োএনটেকের টিকা ৯৪টি দেশে এবং মর্ডানার টিকা ৪৬টি দেশে ব্যবহৃত হচ্ছে। সূত্র : বাসস