logo
আপডেট : ২১ জুলাই, ২০১৯ ২১:২৯
নওগাঁয় ছেলেধরা সন্দেহে ৬ জেলেকে গণপিটুনি
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ছেলেধরা সন্দেহে ৬ জেলেকে গণপিটুনি

নওগাঁয় ছেলেধরা সন্দেহে মান্দা উপজেলায় ছয় জেলেকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসম্বা ইউনিয়নের বুড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মাছধরার জন্য পুকুর মালিক সনজিত ছয়জন জেলেকে নিয়ে আসেন। চুক্তি ছিল পুকুর মালিক নেবেন মাছের ৭০ শতাংশ এবং মৎস্যজীবীরা ৩০ শতাংশ।

সকাল থেকে ছয় জেলে পুকুরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় তারা তিনটি বড় মাছ গোপনে বস্তার মধ্যে লুকিয়ে রাখেন।পরে পুকুর মালিক বিষয়টি বুঝতে পারলে তাদের বস্তা দেখতে চাই তারা দেখাতে রাজি হচ্ছিলেন না। একসময় জেলেরা ভয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এতেই ঘটে বিপত্তি ঘটে।পাড়ার লোকজন ছেলেধরা সন্দেহে চিৎকার দিয়ে এসব জেলেদের ধরে গণপটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ছেলেধরা বিষয়টি গুজব। বাস্তবে তারা নিরীহ মৎস্যজীবী। তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন।মাছ শিকারের জালসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় বলে জানান ওসি।