আপডেট : ২১ জুলাই, ২০১৯ ২১:৪৬
কাহালুতে মাদক সহ ৩ যুবক গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালু থানার এস আই আশিকুর রহমান আশিক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বীরকেদার মদনাই এলাকায় নগর নদীর পার্শ্বে (শ্বশান ঘাট) বেরী বাঁধের উপর হতে ১’ শ ১০ গ্রাম গাঁজা সহ ৩ যুবককে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার বীরকেদার গুন্ডিশ্বর গ্রামের ওমর ফারুকের পুত্র রাহিম হোসেন (২০), একই গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সাকিল প্রাং (১৮) ও দুপচাঁচিয়া উপজেলার পলিপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র নাফিজুর রহমান লিখন (১৯)। তাদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।