বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার সকালে যমুনা নদীর পানি কমে বিপদসীমার ৫৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হঠাৎ করেই পাশপাশি নদী বাঙ্গালীর পানি বিপদসীমার ৮০.৭০ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন করে আরো নতুন নতুন জমির ফসল ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগ সুত্রে জানানো হয়েছে বর্তমানে ১৪ হাজার ১১ হেক্টর জমির ফসল একেবারেই ক্ষতি হয়ে গেছে। এসব ফসল আর রক্ষা করা সম্ভব নয়। এদিকে বন্যাদূর্গদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৪৬৭ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোপুর্বে ২ হাজার প্যাকেট শুকনা খাবার দেওয়া হলেও পরবর্তীতে আর তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলা ত্রান কর্মকর্তা। পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও বাঁধের উপরে আশ্রয় নেয়া প্রায় ২ হাজার পরিবার রোদবৃষ্টির কারনে গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশুদ্ধ পানির তীব্র অভাব দেখা দিয়েছে বন্যা কবলিত এসব এলাকায়।
এদিকে প্রশাসনের নির্দেশে এখনও বন্ধ রয়েছে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিত সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার বেশ কয়েকটি গ্রামের মধ্যে পানি প্রবেশ করায় এসব এলাকার মানুষরা বাড়িতে পানির মধ্যেই বাঁশ দিয়ে মাচা তৈরী করে সেখানে আশ্রয় নিয়েছে।