logo
আপডেট : ৩১ মে, ২০২১ ১৪:২৫
বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে অপেক্ষা বাড়লো
অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে অপেক্ষা বাড়লো

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। গতকাল রোববার এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় ইতালি।

করোনার ভারতীয় ধরনের কারণ চলমান পূর্বসতর্কতার অংশ হিসেবেই এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইউরোপের দেশটি।

গত এপ্রিলের শেষদিকে ইতালি এ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিনই সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হলো।

নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার এক মুখপাত্র।

তবে এই নিষেধাজ্ঞা ইতালির নাগরিকদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ এই তিনটি দেশ থেকে ইতালির নাগরিকেরা নিজ দেশে যেতে পারবেন।

গত বছর ভারতে করোনার এই ধরনটি শনাক্ত হয়। নতুন এই ধরনটি ‘বি.১.৬১৭’ নামে পরিচিত। ভারতে করোনার ব্যাপক সংক্রমণের জন্য নতুন এই ধরনকে অনেকাংশে দায়ী করা হয়।

খবর: বার্তা সংস্থা এএফপি