logo
আপডেট : ২২ জুলাই, ২০১৯ ২১:৫১
বগুড়ায় হিরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় হিরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ায় এক কেজি হিরোইন রাখার দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ডসহ জরিমানার আদেশ দিয়েছে আদালত।দন্ডপ্রাপ্ত আসামী হলো, চাপাইনবাবগঞ্জের  ভোলারহাট উপজেলার বড়াইপাড়ার  হাসান আলীর ছেলে  মুকুল হোসেন ওরফে মকবুল (৪৮)। আজ সোমবার বিকেলে বগুড়ার  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর রাতে বগুড়া  আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা মাদক বিরোধী অভিযানে বগুড়ার শাজাহানপুরের ফুলতলা এলাকার আনিছুর  রহমানের ভাড়া বাড়ীতে  অভিযান চালিয়ে আসামী মুকুলকে এক কেজি হিরোইনসহ গ্রেফতার করে।  ওই ঘটনায় এস আই আতাউর রহমান বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।  মামলাটি দীর্ঘদিন উভয় পক্ষের কৌশুলিদের শুনানি শেষে সন্দেহাতীত ভাবে প্রমান হওয়ায় বিচারক  আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন।