logo
আপডেট : ৯ জুন, ২০২১ ১৭:০৪
কারামুক্ত হলেন বগুড়ার দুই যুবলীগ নেতা
ষ্টাফ রিপোর্টার

কারামুক্ত হলেন বগুড়ার দুই যুবলীগ নেতা

দীর্ঘ প্রায় ৪ মাস পর কারামুক্ত হলেন বগুড়া জেলা যুবলীগ নেতা জাকারিয়া আদিল ও যুবলীগ নেতা শিবলী সাদিক। উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে বুধবার দুপুরে তারা বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হন।

কারামুক্ত হয়ে প্রথমে তারা দলীয় কার্যালয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিককৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় জেলা যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কোয়েলসহ জেলা ও শহর যুবলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগ নেতা রাছেদুজ্জামান রাছেল জানান, গত ৯ ফেব্রুয়ারি জেলা যুবলীগ নেতা জাকারিয়া আদিল ও যুবলীগ নেতা শিবলী সাদিক কারাবন্দি হন। এরপর গত ৬ জুন তারা উচ্চ আদালত থেকে জামিন পান। আজ বুধবার তারা বগুড়া কারাগার থেকে মুক্ত হন।

উল্লেখ্য, বগুড়ায় মোটরমালিক গ্রুপের নিয়ন্ত্রণ নিয়ে গত ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের করা মামলায় যুবলীগ নেতা জাকারিয়া আদিলকে এক নম্বর আসামী করা হয়েছিল।