logo
আপডেট : ১৭ মে, ২০১৯ ১৪:০৮
চীনে ভবন ধসে নিহত ১০
অনলাইন ডেস্ক

চীনে ভবন ধসে নিহত ১০

চীনে একটি বাণিজ্যিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির কর্মকর্তারা এর আগে ৭জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। চীনের সাংহাই শহরে অবস্থিত ওই ভবনটির পুনঃসংস্কারের কাজ চলছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে লো-রাইজ ওই ভবনটি ধসে পড়ে। এসময় কংক্রিটের পিলার ও কাঠের বিম ধসে পড়লে সেগুলোর নিচে নির্মাণ শ্রমিকরা চাপা পড়ে।

চীনা কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে এক বিবৃতিতে সাতজনের মৃত্যুর কথা জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

তবে এ ঘটনায় এখনও আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সবশেষ সরকারি ওই ঘোষণায় বলা হয়নি।

খবর আল-জাজিরার।