logo
আপডেট : ১৩ জুন, ২০২১ ১৫:২৯
চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১২
অনলাইন ডেস্ক

চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১২

চীনের হুবেই প্রদেশের শিহান শহরে গ্যাসলাইন বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। দেশটির সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের ঝাংওয়ান এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

গ্যাসলাইন বিস্ফোরণে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়েছিলেন।