logo
আপডেট : ১৪ জুন, ২০২১ ২০:১৪
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়া জেলা শাখার সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়া জেলা শাখার সভা অনুষ্ঠিত

আজ ১৪ জুন ২০২১ ইং বিকাল ৫ টা ৩০ মিনিটে যুব ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বগুড়া জেলা শাখার সভা স্কপ বগুড়ার আহ্বায়ক শ্রমিক নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ বগুড়ার সভাপতি মোঃ আব্দুস সালাম, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি ইনছার আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়ার সভাপতি ও স্কপ বগুড়ার সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, টিইউসি বগুড়ার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, টিইউসি জেলা সদস্য জিন্নাতুল ইসলাম প্রমুখ।সভায় আগামী ১৮ জুন শুক্রবার বাজেটে রেশন, শিল্পাঞ্চলে হাসপাতাল, সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে বাজেটে বরাদ্দের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০ টা ৩০ মিনিটে সাতমাথায় মানববন্ধন সমাবেশ সফল করতে সকল ফেডারেশনের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।