আপডেট : ১৭ মে, ২০১৯ ১৪:৩৪
বগুড়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
বগুড়া সদর উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম (ছবি তোলা) শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া উপশহর আদর্শ বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুব আলম শাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন অফিসার এএসএম জাকির হোসেন, শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।