logo
আপডেট : ২৫ জুলাই, ২০১৯ ১৫:১৭
অভিনেতা কৌশিক সেনকে হত্যার হুমকি
অনলাইন ডেস্ক

অভিনেতা কৌশিক সেনকে হত্যার হুমকি

কলকাতার চলচ্চিত্র অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন অসহিষ্ণুতা নিয়ে সরব হওয়ায় হুমকির মুখে পড়লেন।

বরেণ্য এই অভিনেতাকে ফোনে খুনের হুমকি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কৌশিক সেন।

সম্প্রতি অসহিষ্ণুতার বিরুদ্ধে ভারতের শিল্পমহলের বিশিষ্টরা আলোচনা করছিলেন। তারা নরেন্দ্র মোদির কাছে একটি চিঠিও পাঠায়। সেখানে স্বাক্ষর করেছেন কৌশিক সেনও। এর জের ধরেই নাকি খুনের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন কৌশিক। খবর নিউজআঠারো।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিশিষ্টজনদের এই চিঠিকে ভালো চোখে দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, ‘এরাই সত্যিকারের দেশদ্রোহী। এরা তাবেদার, পরজীবী। এরাই দেশকে লুটে খেয়েছেন। এ রাজ্যে আগে অনেক দলিতের মৃত্যু হয়েছে। তখন চোখে ঠুলি পড়েছিলেন কেন?

তিনি আরও বলেন, এখন তাদের রোজগার বন্ধ হয়ে যাচ্ছে ফলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। এরা যেখানে যাবেন সেখানে আমরা ধরনা দেবো। পশ্চিমবঙ্গ থেকে এদের বের হতে দেবো না।

এদিকে বিশিষ্টদের নিয়ে দিলীপের এই মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে।