logo
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৬:১১
নন্দীগ্রাম পৌরসভার ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রাম পৌরসভার ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার উদ্যেগে ৯টি ওয়ার্ডে ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ৫জুলাই সকাল ৯ টায় পৌরসভা চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আনিছুর রহমান। পৌরসভার রাজস্ব তহবিল হতে ২ লক্ষ টাকায় ক্রয়কৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে। চাল,ডাল,তৈল,ও আলু পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, সরকার ঘোষিত লকডাউন সফল করতে নন্দীগ্রাম পৌরসভার দিনমজুর,হতদরিদ্র, নিম্নবৃত্ত ও মধ্যবৃত্তসহ সকল মানুষ ঘরে বসে সরকারি নির্দেশনা মেনে চলছে। এসকল মানুষের প্রতিদিনের আয় দিয়ে সংসার চালাতে হয়। এ কথা বিবেচনা করে আজ ৫শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা  প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।