logo
আপডেট : ৬ জুলাই, ২০২১ ২১:৪৮
কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে এসে পঞ্চগড়ে বেড়েছে মানুষ ও ছোট যানবাহন চলাচল
পঞ্চগড় প্রতিনিধি

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে এসে পঞ্চগড়ে বেড়েছে মানুষ ও ছোট যানবাহন চলাচল

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে এসে পঞ্চগড়ে মানুষের চলাচল বেড়েছে। প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে অধিকাংশ মানুষ। বেড়েছে যান চলাচলও। জেলা শহরের প্রবেশমূখে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী করলেও চেকপোস্টের বাইরে চলাচল করছে প্রচুর পরিমানে ব্যাটারীচালিত অটোরিকসাসহ ছোট যানবাহন। এছাড়া শহরে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা। জেলা শহরের বাইরে ছোট ছোট হাটবাজারে অভিযান পরিচালনা না করার কারণে রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকছে। জেলা শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকলেও অন্যান্য দোকানপাটও সীমিত পরিসরে খোলা রাখছেন ব্যবসায়ীরা। একটি সার্টারের হাফ খুলে রেখে দিব্যি চলছে বেচাকেনা। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এলে দ্রুত সার্টার ফেলে সটকে পড়ছে তারা।

এদিকে পঞ্চগড়ে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। সর্বশেষ সোমবার রাতে পঞ্চগড় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জানা গেছে, ওইদিন পঞ্চগড়ে ১০৪টি নমুনা সংগ্রহ করে ৫২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যার সনাক্তের হার শতকরা ৫০ ভাগ। এ নিয়ে চলতি মাসের প্রথম ছয় দিনে জেলায় সনাক্ত হয়েছে ২০৮ জন। যেখানে গত জুন মাসে জেলায় মোট সনাক্ত হয়েছিল ২৩০ জন।