logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৯ ১৬:১২
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এরপর ওই হামলাকারীকে আটক করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, গ্যারি ডিন জারাগোজা (২৬) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই বাবা এবং ভাইকে গুলি করে হত্যা করে। এরপর একটি গ্যাস স্টেশনে পরিচিত এক নারীকে গুলি করে। এতে ওই নারী গুরুতর আহত হন। এছাড়া বাসে এক ব্যক্তিকে গুলি করে জারাগোজা, ওই ব্যক্তিও নিহত হন।

এ সম্পর্কে পুলিশ জানিয়েছে, হত্যার কারণ জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি। তারপরও এই হত্যার প্রকৃত কারণ পাওয়া যাচ্ছে না।

ঘটনার বিবরণ দিতে গিয়ে লস এঞ্জেলেস পুলিশের কর্মকর্তা উইলিয়াম হায়েস বলেন, দুপুর দেড়টার দিকে (স্থানীয় সময়) জারাগোজা তার বাবা-মা ও ভাইকে গুলি করে। এতে তার বাবা ও ভাই নিহত হলেও বেঁচে যান মা। এরপর আরও কয়েকটি জায়গায় বাকিদের ওপর হামলা চালায় সে।