logo
আপডেট : ২৬ জুলাই, ২০১৯ ১৬:১৫
বাবা হচ্ছেন কপিল শর্মা
অনলাইন ডেস্ক

বাবা হচ্ছেন কপিল শর্মা

বিয়ে হয়েছে গেল ডিসেম্বরে। আর এরই মধ্যে সুখবর দিলেন কপিল শর্মা। পরিবারে নতুন অতিথি আসছে বলে জানান তিনি।

প্রথম সন্তানের বাবা হতে চলেছেন কপিল। ১২ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে তারকাখচিত অনুষ্ঠানে  গিনি ছত্রাথকে বিয়ে করেছিলেন তিনি। পরে অমৃতসরে একটি গ্র্যান্ড রিসেপশন হয়েছিল তাদের।

এবার অবশ্য সেই খবর নিজেই স্বীকার করে নিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বেবিমুনে গেলেন কমেডি কিং কপিল শর্মা ৷

কপিল বলেন, আমি এখন আমার স্ত্রীর পাশে থাকতে চাই। আমরা দারুণ খুশি। আমার মাও দারুণ এক্সাইডেড। এখন শুধু গিনি আর বেবির সুস্বাস্থ্যের প্রার্থনা করছি।

কপিলের জীবনে রয়েছে আরও একটি সুখবর হলো এবার দ্য অ্যাংরি বার্ডস মুভি ২-এর হিন্দি ভার্সানে রেড-এর জন্য ভয়েস ওভার দিতে চলেছেন তিনি।