logo
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৬:০১
পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের দরিদ্র জনগোষ্ঠির মাঝে সেমিপাকা টয়লেট হস্তান্তর
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের দরিদ্র জনগোষ্ঠির মাঝে সেমিপাকা টয়লেট হস্তান্তর

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে সেমিপাকা টয়লেট হস্তান্তর করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র ২০২০-২১ অর্থবছরের বিশেষ বরাদ্দে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন ২৭টি টয়লেট নির্মাণ করে। এসব সেমিপাকা টয়লেটের মাধ্যমে সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহল এলাকার ঝাকুয়াপাড়া গ্রামটি শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে।

শনিবার দুপুরে এসকল সেমিপাকা টয়লেট হস্তান্তর উপলক্ষে উপকারভোগিদের নিয়ে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মনির হোসেন। ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন বিলুপ্ত ছিটমহল নাগরিক কমিটির সভাপতি মফিজার রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন, উপকারভোগি মামুনুর রশিদ প্রমূখ।