logo
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৬:১২
পার্বতীপুরে অপহরণের ১৫ দিনেও সন্ধান মেলেনি কলেজ ছাত্রী মুক্তা’র
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুরে অপহরণের ১৫ দিনেও সন্ধান মেলেনি কলেজ ছাত্রী মুক্তা’র

দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে অপহরণের ১৫দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি। অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত নাইমসহ ৪ জনের নাম উল্লেখ করে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীর পরিবার।

জানা যায়, গত ২৪ জুন দুপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের হত দরিদ্র হোটেল শ্রমিক সুবল চন্দ্র রায়ের মেয়ে মুক্তা রানী (১৯) বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তার সন্ধান পায়নি পরিবার। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার। তবে অপহৃত ও অপহরণের দায়ে অভিযুক্ত দু’জনই ভিন্ন ভিন্ন ধর্মের হওয়ায় মিমাংসার ব্যাপারটি ব্যর্থ হলে আইনের আশ্রয় নিতে বলেন তিনি।

অপহৃত মুক্তা রানী মনমথপুর আইডিয়াল ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত নাইম একই ইউনিয়নের পশ্চিম হোসেনপুর পূর্বপাড়া গ্রামের সামসুল হকের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক বিধান চন্দ্র রায়।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজয় কুমার বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।