logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৯ ১২:৩২
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮, আহত ৬০
অনলাইন ডেস্ক

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮, আহত ৬০

ফিলিপাইনের রিখটার স্কেলে  ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দেশটির বাতানেস প্রদেশে এ  ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৮ জনের প্রাণহানির খবর মিলেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৬০ জন। অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

ফিলিপাইনে আজ শনিবার একঘণ্টার ব্যবধানে দু'বার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দ্বিতীয়বার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৮ জন নিহত হয়। এতে আহত হয় আরও অন্তত ৬০ জন।

জানা গেছে, ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। 

বাতানেস শহরের মেয়র রাউল ডি সাগন জানান, ভূমিকম্পে কিছু দেয়াল মানুষের ওপর ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প হওয়ায় অনেকে নিহত হয়েছেন।

সূত্র : সিএনএন, ইয়াহু নিউজ