নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।২৭ জুলাই শনিবার বেলা ১০টায় নজিপুর পৌর ও পত্নীতলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামসুল হকের আহবানে ও নজিপুর পৌর পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নয়ন কুমারের নেতৃত্বে উপজেলা দলীয় কার্যালয় হতে শুরু হয়ে নজিপুর পৌর শহরের প্রধান-প্রধান সড়ক আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গৌতম ঘোষের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বজলুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমুখ। এসময় উপজেলা ও নজিপুর পৌর এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।