logo
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৭:৩৫
কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ইয়েদুরাপ্পার পদত্যাগ
অনলাইন ডেস্ক

কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ইয়েদুরাপ্পার পদত্যাগ

ভারতের কর্ণাটক রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন। রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 

ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর থাওয়ার চাঁদ গেহলট। নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তাকে কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন গভর্নর।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা। এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২০১৯ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। এ নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু কর্ণাটকের এই মুখ্যমন্ত্রী কখনোই মেয়াদ পূরণ করতে পারেননি। 

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। পরে তাকে কারাগারে যেতে হয়।

এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের একটি অংশের বিরোধিতার মুখে পড়েন ইয়েদুরাপ্পা। ওই অংশটি তাকে মুখ্যমন্ত্রী পদে চাইছিল না। এ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। ইয়েদুরাপ্পার পদত্যাগের মধ্য দিয়ে সেই অচলাবস্থার অবসান ঘটল।