logo
আপডেট : ২৮ জুলাই, ২০১৯ ১২:৩৮
বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৭ জন রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন কিনিকে ভর্তি হয়েছে।

আজ রবিবার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার জানান, গত ২৪ ঘন্টায় আরো ১০ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে ৩৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য আরো ৩ জন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে শহরের ৪টি বেসরকারী কিনিকে আরো ৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। অপরদিকে সাংবাদিক সঞ্জু রায় সহ ৫জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডাক্তারের পরামর্শে বাড়িতে বিশ্রামে আছেন বলে জানাগেছে।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্তরা সকলেই প্রায় বিভিন্ন কাজে সম্প্রতি ঢাকা থেকে ঘুরে এসেছেন।  

এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দিনদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা করে একটি ওয়ার্ড খোলা হয়েছে বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার।