logo
আপডেট : ১৮ মে, ২০১৯ ০২:১৪
কান চলচ্চিত্র উৎসবে প্রিয়াংকার ঝলক
অনলাইন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে প্রিয়াংকার ঝলক

মঙ্গলবার (১৪ মে) রাত ৮টায় ফ্রান্সের দক্ষিণের কান শহরের পালে দে ফেস্টিভালস ভবনে ৭২তম কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধন হয়।প্রতিবারের মতো এবারও কানের মঞ্চে দ্যুতি ছড়াতে হাজির হয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতনামা তারকারা। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ মে) কানের গাল গালিচায় শরীরি মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

গ্ল্যামারাস সাজে কালো ও সোনালি রঙের মিশেলে গাউন পরেন প্রিয়াংকা। সঙ্গে ছিলো হিরের গহনা। এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন তিনি। সুইস অলঙ্কার প্রতিষ্ঠান চপার্ডের প্রতিনিধি হিসেবে লাল গালিয়ায় হাজির হন এই অভিনেত্রী।এদিকে প্রিয়াংকা সম্প্রতি সম্পন্ন করেছেন সোনালি বোস পরিচালিত বলিউডের ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমার শুটিং। এতে আরো অভিনয় করছেন- ফারহান আখতার, জাইরা ওয়াসিম প্রমুখ। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।