logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৯ ১৪:৩২
তিন দিনে ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র আয় ১৯ কোটি
অনলাইন ডেস্ক

তিন দিনে ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র আয় ১৯ কোটি

বক্স অফিসে শুরুটা ধীর হলেও দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে বলিউড তারকা কঙ্গনা রানাউত ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’।

বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বক্স অফিসে মুক্তির দিন ৪.৫০ কোটি রুপি আয় করলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গতকাল রোববার এ ছবি আয় করেছে ৭.৭৫ কোটি রুপির মতো। সব মিলিয়ে তিন দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ১৯.২৫ কোটি রুপি।

গত ২৬ জুলাই মুক্তি পায় কণিকা ধীলনের লেখা ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। ছবিটি পরিচালনা করেছেন প্রকাশ কোবেলামুদি। পত্রপত্রিকার খবর, এ ছবির নির্মাণ ব্যয় ৩০ কোটি রুপি।

পরপর দুদিন শনি ও রোববার ভালো আয় করল ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। বাণিজ্য বিশ্লেষকরা এ ছবির সঙ্গে আয়ুষ্মান খুরানার ‘আর্টিকেল ফিফটিন’-এর তুলনা করছেন। ‘আর্টিকেল ফিফটিন’ প্রথম দিন আয় করেছিল ৪.৭৯ কোটি রুপি আর সপ্তাহ শেষ করে ১৯.৮৪ কোটি রুপি দিয়ে। তবে এ ছবি মুক্তির সময় ক্রিকেট বিশ্বকাপ চলছিল, তাই বক্স অফিসে ভাগ্য সুপ্রসন্ন হয়নি।

আজ সোমবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটার বার্তায় জানিয়েছে, তৃতীয় দিনে ভালো আয় করেছে ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। ‘দ্য লায়ন কিং’-ও বক্স অফিসে শাসন জারি রেখেছে, ১৫০ কোটির দিকে চোখ এ ছবির।

তুমুল সমালোচনার মধ্যেই প্রথম দিন ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র সংগ্রহ ৪.৫০ কোটি রুপি। সে হিসাবে কঙ্গনার সর্বশেষ ছবি ‘মণিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’র চেয়ে কম আয় করেছে ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’। মুক্তির দিন ‘মণিকর্নিকা’ আয় করেছিল ৮.৭৫ কোটি রুপি।

এদিকে, হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ শতকোটির ক্লাব অতিক্রম করেছে। এ ছবির সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১২৫ কোটি রুপি।