logo
আপডেট : ১৫ আগস্ট, ২০২১ ১৭:১৭
জাতীয় শোক দিবস উপলক্ষে
সৈয়দপুরে কৃষি বিভাগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে কৃষি বিভাগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

১৫ আগষ্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। শহরের উপকন্ঠে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ আশ্রয়ণ প্রকল্পে ওই  বৃক্ষরোপন করা হয়।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা  ও কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মো.আসাদুজ্জামান আশাসহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ওই দিন উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫২টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে একটি করে হাঁড়িভাঙ্গা আম গাছের চারা বিতরণ করা হয়েছে।