logo
আপডেট : ১৭ আগস্ট, ২০২১ ২১:৪৮
বগুড়া সদরের নিশিন্দারা ইউপিতে ১৪৫ জন কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন
ষ্টাফ রিপোর্টার

বগুড়া সদরের নিশিন্দারা ইউপিতে ১৪৫ জন কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন

বগুড়া সদরের নিশিন্দারা ইউপিতে কার্ডধারীদের মাঝে  ভিজিডি চাল বিতরন করা হয়েছে।  মঙ্গলবার সকালে অত্র পরিষদের হলরুমে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে মাসিক ৩০ করে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সদর উপজেলা পরিষদের সহকারী শিা অফিসার আঃ ওয়াহেদ, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান , ইউপি সচিব আঃ রশিদ, ইউপি সদস্য জহুরুল ইসলাম, মোজাফফর হোসেন, শাহজাহান আলি তালুকদার, জুলফিকার সরকার, নাজমুল সরকার, কম্পিউটার উদ্যোক্তা আমিনুর রহমান। চাল বিতরনের পূর্বে চেয়ারম্যান বলেন, হতদরিদ্র, অসহায় ও দুস্থ্য মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করেছেন। বয়স্ক, বিধবা, প্রসূতিকালীন, প্রতিবন্ধী ভাতার মাধ্যমে নারী ও পুরুষদের সহায়তা প্রদান করেছেন। আর এর ধারাবাহিকতায় আজকেও ভিজিডি চাল বিতরন করা হয়েছে। যাতে করে সবাই পেট পুরে খেয়ে জীবন যাপন করতে পারে। সুবিধা ভোগীদের উদ্দেশ্য তিনি আরও বলেন,  আপনার সবাই এই চাল রান্না করে খাবেন। কেউ বিক্রি করবেন না। যদি কেউ নিষেধ অমান্য করে এই চাল বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।