logo
আপডেট : ১৮ মে, ২০১৯ ১২:২৩
বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৬
অনলাইন ডেস্ক

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৬

বাগেরহাটের ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

আজ শনিবার সকালে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রূপসা থেকে যাত্রী নিয়ে মোল্লাহাট দিকে যাচ্ছিলো।

নিহতদের মধ্যে দু'জন রাস্তার পাশে কর্মরত শ্রমিক এবং চারজন বাসের যাত্রী বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- বাগেরহাট সদর হাসপাতালের কোদলা গ্রামের হেকমত বিশ্বাস (৪৫), খুলনা জেলার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কুদ্দুস সরদার (৬০) ও বাসচালক ফরহাদ (৪৫) খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আবু জাহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে যাত্রীবাহী লোকাল বাসটি খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে আঘাত করে।

এসময় ঘটনাস্থলে পাঁচজন নিহত ও পরে ফকিরহাট হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আহতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক বলে জানান ওসি।