logo
আপডেট : ২৯ জুলাই, ২০১৯ ২১:৪৩
সরকারবিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: এমপি হাবিবর রহমান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সরকারবিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: এমপি হাবিবর রহমান

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান বলেছেন, সরকারবিরোধী শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানা গুজব ছড়াচ্ছে। অনেব বাধা উপেক্ষা করে যখন পদ্মা সেতু বাস্তপে রুপ নিচ্ছে, তখনই ওই অপশক্তি এই সেতুতে মানুষের মাথা লাগবে বলে ছেলেধরা গুজব ছড়িয়েছে। এসব করে কোন লাভ হবে না।

এরপরও ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।আজ সোমবার (২৯জুলাই) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি মীর্জা এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, প্রকৌশলী মো. নূর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এমপির পিএস কোরবান আলী মিলন, স্থানীয় আ.লীগ নেতা রফিকুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল আজিজ খন্দকার, জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ফলক উন্মোচনে মাধ্যমে বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।