logo
আপডেট : ২২ আগস্ট, ২০২১ ১৪:১৯
হিলিতে "জাইকা'র প্রশিক্ষণ
হিলি দিনাজপুর প্রতিনিধি

হিলিতে

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)' র সহায়তায় দিনাজপুরের হাকিমপুরের  (হিলি) প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিদের তিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ।

রবিবার দুপুরে হাকিমপুর উপজেলা হলরুমে প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
 
কর্মশালায় উপস্থিত ছিলেন, হাকিমপুর  উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।
 
প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বদরুল মিল্লাত।
 
এসময় হাকিমপুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হারুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার মামুদুল নবী উপস্থিত ছিলেন।
 
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, হাকিমপুর উপজেলার ৫৬ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিগন।