logo
আপডেট : ২২ আগস্ট, ২০২১ ২২:৩০
শিবগঞ্জে সদর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা শফির গণসংযোগ
বগুড়া (শিবগঞ্জ) প্রতিনিধি

শিবগঞ্জে সদর ইউনিয়নের সম্ভব্য  চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা শফির গণসংযোগ

বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী যুব নেতা শাফিউল সরকার শাফি শুক্রবার জুম্মার নামাজ শেষে শিবগঞ্জ ইউনিয়নের নারায়ন পুর এলাকায় ভোটার এবং এলাকার জন সাধারণের সঙ্গে গণসংযোগ শেষে মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছার রহমান মুন্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ¦ নজরুল ইসলাম মিস্টার, মজনু মিয়া, যুব লীগ নেতা আপেল, আরিফুল ইসলাম, সোহাগ মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান চয়ন, ছাত্র লীগ নেতা সাকিল প্রমুখ। গণসংযোগ কালে শফিউল ইসলাম শফি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের সময়ে গোটা দেশের তৃণমূল পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার গ্রামকে শহরের রূপান্তরিত করতে নানা বিধ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ভূমিহীন দু:স্থ গরীবদের জমি সহ পাকা বাড়ী নির্মাণ করে দিয়েছেন। বৈদ্যুতিক ব্যবস্থা সহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন  করেছেন। এখন বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে শত ভাগ বিদ্যুতের ব্যবস্থা উপজেলা সদর থেকে ইউনিয়ন পর্যায়ে যোগাযোগের জন্য পাকা সড়ক নির্মাণ করে দিয়েছেন। সেই সাথে উন্নত শিক্ষার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে আধুনিক ডিজিটাল শ্রেণি কক্ষ সহ উন্নত শিক্ষা ব্যবস্থা করেছেন। এখন আর মানুষকে না খেয়ে থাকতে হয় না। উত্তর অঞ্চলের মানুষ মুঙ্গা কাকে বলে ভুলে গেছেন। মানুষের মাথা পিছু আয়ের উৎস অনেক বেড়ে গেছে। গ্রামের নিম্ন আয়ের মানুষের বাড়ীতেও কালার টিভি ফ্রিজ ফ্যান ব্যবহার করছে। তা সম্ভব হয়েছে শেখ হাসিনার উদার অর্থনীতি ও দেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায়। এক সময় একটি দল বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছিল। বর্তমান সরকার সেই দেশকে মধ্যম আয়ের সনির্ভর  দেশের রূপান্তরিত করেছেন। বাংলাদেশ উন্নত দেশের মডেল হিসেবে বিশে^র দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। তা শুধু সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তর শ^রী প্রধানমন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার অকান্ত পরিশ্রম ও দেশ প্রেম।