logo
আপডেট : ২২ আগস্ট, ২০২১ ২২:৩৫
বগুড়ায় হাফেজ রাকিবুল হত্যার প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় হাফেজ রাকিবুল হত্যার প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মামুনুর রশিদের উপর বর্বোরচিত হামলা ও তার একমাত্র পুত্র  হাফেজ রাকিবুল হাসান (হৃদয়)কে হত্যার প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট রোজ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রায় ৩'শতাধিক নারী পুরুষ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী হিরো'র সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চন্দনবাইশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউল আলম মিলন আকন্দের পরিচালনায় প্রতিবাদ সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুখু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু, কর্নিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তুহিন মন্ডল,কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাইনুল হাসান মজনু সহ ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ,  সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাফেজ রাকিবুল হাসান (হৃদয়) হত্যা মামলার ৪নং আসামি শাকিল ও ৫নং আসামি মতিনকে গ্রেফতার করছে পুলিশ। তবে প্রধান আসামি স্বাধীন, ২নং আসামি রাব্বি এবং ৩নং আসামি আশিককে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধান আসামি স্বাধীনসহ অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা। উল্লেখ্য; গত ২০ জুলাই বগুড়ার সদর থানার কৈইপাড়া পুকুরপাড় এলাকায় হাফোজ রাকিবুল হাসান (হৃদয়)ও তার পিতা মামুনুর রশিদ মাষ্টার নিজ বাড়ীর নিচতলায় নিজস্ব দোকানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়।পরের দিন ২১ জুলাই সকালে (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ রাকিবুল হাসান হৃদয় মৃত্যু বরণ করেন।এ ঘটনায় হৃদয়ের মা বাদী হয়ে গত ২২ জুলাই  বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।