logo
আপডেট : ২৫ আগস্ট, ২০২১ ২২:২৬
প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতি
ষ্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতি

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে টেন্ডারের ক্ষেত্রে এলটিএম প্রথা চালুর সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ। বুধবার সকালে বগুড়া সওজ চত্বরে আয়োজিত সমিতির সাধারণ সভা থেকে এলটিএম পদ্ধতি দ্রুত কার্যকরের জন্য অনুরোধ জানানো হয়।

প্রবীণ ঠিকাদার আছালত জামানের সভাপতিত্বে সকাল ১১টায় অনুষ্ঠিত সাধারণ সভায় বগুড়া সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতিকে গতিশীল করতে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি আগামীতে কাউন্সিলের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আসাদুল হক কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত  সাধারণ সভায় বক্তব্য রাখেন কামরুল আলাম রিপু, ইমদাদুল হক, সফিকুল ইসলাম খোকন, আব্দুর রহমান বাদল, গোলাম রব্বানী সেতার, ফয়সাল আখতার জনি, তৌফিকুল আলম বাদল, শাহাদত আলম রুমু, রাঙ্গা, মটু, আনিছুর রহমান বাবলু, বাদশা, মাসুদ, মজিবর রহমান, দুলাল, লাল্টু, মানিক ও আনিছুর। খবর বিজ্ঞপ্তি