logo
আপডেট : ২৫ আগস্ট, ২০২১ ২২:৩৬
বিরামপুরে বৃক্ষ রোপনের চেক পেয়ে উপকারভোগীরা খুশি
বিরামপুর প্রতিনিধি দিনাজপুর

বিরামপুরে বৃক্ষ রোপনের চেক পেয়ে উপকারভোগীরা খুশি

বিরামপুর উপজেলাধিন জোতবানী ইউনিয়নে আইএফআইসি প্রকল্পের আওতায় বৃরোপণ কর্মসূচি ২০০২সালে স্থানীয সরকার ও কেযার বাংলাদেশ এর সহযোগিতায সংযোগ সডক বনাযন সৃজন করা হয। উক্ত বাগানের গাছ গুলোর মেযাদ উত্তীর্ণ হাওয়াই উপজেলা পরিষদের মাধ্যমে প্রকাশ্যে নিলামে বিক্রয করা হয়। ২৫ -৮-২১সকাল ১১টায় উক্ত বিক্রযলব্ধ অর্থ হইতে উপকারভোগীদের অংশবিশেষ নারী উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেযারম্যান খাযরুল আলম রাজু। আরোও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার জনাব পরিমল কুমার সরকার, জোতবানি ইউপি চেযারম্যান জনাব আব্দুর রাজ্জাক মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।
উপকারভোগী নারীরা চেক পেয়ে অত্যন্ত খুশি। চেক পেয়ে তাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে বলে স্থানীয়রা প্রত্যাশা করেন।