logo
আপডেট : ৩০ জুলাই, ২০১৯ ২১:২৯
দেশ ও সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশী ষড়যন্ত্র চলছে: এমপি হাবিবর রহমান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

দেশ ও সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশী ষড়যন্ত্র চলছে: এমপি হাবিবর রহমান

বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৃথক দু’টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (৩০জুলাই) শহরের শেরপুর সরকারি মডেল ডিজে হাইস্কুল খেলার মাঠে এই দু’টি টুর্নামেন্টের আয়োজন করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যাললকে ২-০ গোলে হারিয়ে জয়লা জুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। আর বঙ্গবন্ধু গোল্ডকাপে শেরুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন।

উক্ত খেলায় শেরুয়া প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়লা জুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এমএ মতীন, সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান, এমপির পিএস কোরবান আলী মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান ও আমন্ত্রিত অতিথিরা খেলায় বিজয়ীদলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আলহাজ¦ হাবিবর রহমান বলেন, দেশ ও সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশী ষড়যন্ত্র চলছে। এজন্যই পদ্মা সেতুতে মাথা লাগবে বলে ছেলেধরা গুজব ছড়ানো হচ্ছে। এসব কোন গুজবে কান না দেয়ার জন্য আহবান জানিয়ে এমপি হাবিব আরও বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করা যাবে না। এমনকি কোন ষড়যন্ত্রও সফল হবে না বলেও দাবি করেন তিনি।