logo
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১৪:১৬
হাকিমপুরে গৃহবধূর শ্লীলতা হানির অপরাধে এক যুবকের কারাদণ্ড
দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরে গৃহবধূর শ্লীলতা হানির অপরাধে এক যুবকের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় (বানিয়াল) গ্রামের এক গৃহবধূকে শ্লীলতা হানির অপরাধে দেলোয়ার (২৮) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আসামী দেলোয়ার ঐগ্রামের মৃত আনারুল হকের ছেলে।
 
সোমবার সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান, আসামী দেলোয়ার প্রতিবেশী সারোয়ার হোসেনের স্ত্রী শ্যামলী বেগমকে শ্লীলতা হানি করার উদ্দেশ্যে জড়িয়ে ধরে। আসামীর স্বীকারোক্তি ও প্রতিবেশি সাবিনা ও শফিকুলের স্বাক্ষ্যমতে দোষী প্রমানিত হওয়ায় তাকে দন্ডবিধির ৩৫৪ ধারায় ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, আসামী দীর্ঘদিন যাবত ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছে বলেও সে স্বীকার করে।