logo
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১৪:৪৭
পার্বতীপুর রেলওয়ে জংশনে চুরির চেষ্টা ও গণ-উপদ্রবের অভিযোগে দুই জনের কারাদন্ড
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুর রেলওয়ে জংশনে চুরির চেষ্টা ও গণ-উপদ্রবের অভিযোগে দুই জনের কারাদন্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে চুরির চেষ্টা ও গণ-উপদ্রবের অভিযোগে দুই জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই কারাদন্ড প্রদান করেন। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্্ আল-মামুন জানান, আজ সোমবার বেলা ১১ টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে অবস্থানরত পঞ্চগড়-ঢাকা অভিমূখী যাত্রীবাহী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বল প্রয়োগের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে মোবাইল চুরির চেষ্টাকালে খান মোহাম্মদ রাসেল (১৯) কে হাতে-নাতে আটক করা হয়। সে দিনাজপুর কোতয়ালী থানার হারবাড়ি ধোন তলা এলাকার খান মোহাম্মদ আব্দুল মজিদের পুত্র। একই সময়ে একই ট্রেনের যাত্রীদেরকে উপদ্রব করার অভিযোগে মোঃ সাদেকুল (৩৬) কে আটক করা হয়। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পূর্ব রামপুরা গ্রামের মৃত আনিছার রহমানের পুত্র। ঘটনাস্থলেই আটককৃত খান মোহাম্মদ রাসেলকে চুরির চেষ্টার অভিযোগে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও মোঃ সাদেকুলকে গণ-উপদ্রবের অভিযোগে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক। দন্ডপ্রাপ্তদের  দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।