logo
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১৬:৪৯
দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী কৃষ্ণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী কৃষ্ণ

বাংলাদেশ পূজা উদযাপনপরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাম নারায়ন কানু বলেন, সনাতন ধর্মের প্রবক্ত ও প্রান পুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। 

দ্বাপর যুগের শেষ দিকে ৫ হাজার ২শত ৪৫ বছর পূর্বে এক মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মানুসারে, পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এই মহাপুরুষ। তিনি সোমবার বানাইল বারোয়ারী দুর্গামন্দির প্রাঙ্গণে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম অষ্টামী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। পুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। 

অনুষ্ঠানটির বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। পরে বিদসটি উপলক্ষে এক আলোচনা সভা শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপনপরিষদ সভাপতি রাম নারায়ন কানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির কমুার দত্ত, ডাক্তার দেবাশীষ গুপ্ত, দেবী রাণী মোহন্ত। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রদীপ কুমার মোহন্ত, লক্ষী নারায়ন দাস সংগ্রাম, রবীন্দ্রনাথ দাস, প্রতাপ কুমার সরকার, গণেষ প্রসাদ কানু, আশিষ কুমার রায়, শ্যমল চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, বিজয় গুপ্ত, উত্তম মোহন্ত, সুবল চন্দ্র, নয়ন চন্দ্র সরকার, শ্রী গোপাল দাস দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে আগত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।