logo
আপডেট : ১৮ মে, ২০১৯ ১৩:০৭
বগুড়ার উন্নয়নে নৌকা মার্কার সাংসদের বিকল্প নেই
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ার উন্নয়নে নৌকা মার্কার সাংসদের বিকল্প নেই

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মজিবর রহমান মজনু বলেছেন, বগুড়ার সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্যের কোন বিকল্প নেই। বগুড়ার মানুষ দীর্ঘদিন যাবৎ কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত। জেলা সদরের উন্নয়নের সাথে গোটা জেলার সম্পৃক্ততা রয়েছে। এই কারণে বগুড়া-৬ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জননেত্রীর শেখ হাসিনার উন্নয়নের সুবাতাস প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংসদ সদস্যরা কাজ করে যাচ্ছেন। অথচ বগুড়ায় জনগণের কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়নে বারবার বাধার সৃষ্টি হচ্ছে। এ থেকে উত্তরোণের জন্য নৌকা মার্কার প্রার্থী প্রয়োজন।

১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে অবিরাম পরিশ্রম শুরু করেন। পদে পদে বাধা আসলেও তিনি কখনও কান্ত হননি। গ্রেনেড হামলাসহ ১৯ বার তার জীবননাশের চেষ্টা করা হয়েছে। ওয়ান ইলেভেনে তাকে মিথ্যা মামলা দিয়ে ১১ মাস জেলখানায় রাখা হয়েছে। রাজনীতি থেকে তাকে মাইনাস করার ষড়যন্ত্র করা হয়েছে। তারপরও বাংলার মানুষের ভালোবাসায় তিনি সমস্ত ষড়যন্ত্র উৎপাটন করেছেন।

বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় ৪ নেতা এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। সমুদ্রসীমা জয় করে বাংলাদেশের ন্যায় আরেকটি দেশের মালিক হয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজয় করেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। আর এই সফলতার পিছনে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা।

আজ জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শক্তিশালী নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। তার কারণে আওয়ামী লীগ গর্বিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় জননেত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন দুলু, এড. আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, শাহ আব্দুল খালেক, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, এড. তবিবর রহমান তবি, এড. সাইফুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফী হিরো, ওবায়দুল হাসান ববি, আলমগীর বাদশা, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মঞ্জুরুল হক মঞ্জু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। এর আগে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।