logo
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৯
বগুড়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

বগুড়ায় ২০১৫ সালে শাজাহানপুর থেকে হেরোইনসহ গ্রেফতার হওয়া লিটন মন্ডল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এই আদেশ প্রদান করেন। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বগুড়া কোর্ট পুলিশের ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি।

দন্ডপ্রাপ্ত লিটন বগুড়া ধুনট উপজেলার চাপলা চিকাশী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতলা করতোয়া ক্লিনিকের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এরপর শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছিলেন যার বিচার শেষে আসামীর বিরুদ্ধে এই রায় হয়।

ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি এর সাথে এ প্রসঙ্গে কথা বললে তিনি আরো জানান, লিটন এর আগে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার আদালতে হাজির হলে তার বিরুদ্ধে এই আদেশ হয়।   

যাবজ্জীবনের পাশাপাশি লিটনকে ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।