logo
আপডেট : ৩১ জুলাই, ২০১৯ ২১:৫৯
বগুড়ার নুরুইল বিলে মাছ ধরতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার নুরুইল বিলে মাছ ধরতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বগুড়ার সদরের নুরুইল বিলে নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল রানা  (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।নিহত সোহেল রানা বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের  জঙ্গলপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস প্রামাণিকের ছেলে। সে সরকারি আজিজুল হক কলেজে থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন।

স্থানীয়রা জানান, নিহত সোহেল বাড়ীর পাশে করতোয়া নদীর শাখা নরুইল বিলের সামন্দ নামক স্থানে কিনারায় দাঁড়িয়ে ঝাঁকি জাল মারার সময় হঠাৎ তার জালের রশি হাত থেকে ফসকে যায়। এ সময় সে রশিটি ধরতে গেলে তীব্র স্রোতে তলিয়ে যায়। দীর্ঘণ স্থানীয়রা খোঁজাখুজির একপর্যায়ে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সোহেলের লাশ গ্রামে পৌঁছিলে তার পরিবারসহ পুরো এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। হৃদয় বিদারক এঘটনায় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে।