logo
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৪
বগুড়া নৃত্য ছন্দম আর্টস একাডেমীর আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া নৃত্য ছন্দম আর্টস একাডেমীর আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের মফিজপাগলার মোড়ে বগুড়া নৃত্য ছন্দম আর্টস একাডেমীর আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড় সম্মিলিত সাস্কৃতিক জোটের সহ সভাপতি আসাদ হোসেন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন বগুড়া নৃত্য ছন্দম আর্টস একাডেমীর পরিচালক সৈয়দ আশিক ফারুক।

আলেচনা সভা শেষে সঙ্গিত পরিবেশন করেন সঙ্গিত শিল্পী গালাম রব্বানী। অনুষ্ঠানে দলীয় ও একক নৃত্য পরিবেশন করে সংগঠনের নৃত্যুশিল্পী জাহিদ, জিতু, সৈকত, শান্ত, সনি, শ্রুতি, নোয়া, সুহী, সপ্তষী, সুবাসহ অন্যান্য শিল্পীবৃন্দ।