কোভিড-১৯ এর কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার উদ্যোগে সংস্থার কার্যালয়ে মঙ্গলবার ও বুধবার ২ দিনব্যাপী পর্যায়ক্রমে করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন ৩’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সংস্থার প্রধান সমন্বয়কারী শেখ মোঃ আবু হাসানাত (সাঈদ) এর সার্বিক তত্বাবধায়নে মঙ্গলবার ১ম ধাপে প্রধান অতিথি হিসেবে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনায় খেঁটে খাওয়া মানুষের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। তবে এক্ষেত্রে বগুড়ায় করোনার এই ক্রান্তিকালে অন্যান্য এনজিও’র মতো মানবিক জায়গা থেকে পিইউপি যেভাবে এগিয়ে এসেছে তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া সামস্। এদিকে বুধবার ২য় ধাপে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংস্থার পক্ষে দুদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাশরুকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসনাত ও প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন।
খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারকে প্রদান করা হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ২টি সাবান এবং ১টি সুতি মাস্ক।