logo
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:০১
সৈয়দপুরে এক কৃষকের তিনটি গরু চুরি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরে এক কৃষকের তিনটি গরু চুরি

নীলফামারীর সৈয়দপুরে পল্লীর এক কৃষকের তিনটি গরু চুরি গেছে। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)  দিবাগত গভীর রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল সরকারপাড়ার কৃষক রেজাউল ইসলাম বাবু’র গোয়াল ঘর থেকে ওই গরু তিনটি চুরি যায়।

এ চুরির ঘটনায় বুধবার দুপুরে গরু মালিক  নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের আইসঢাল সরকারপাড়ার মৃত. ওসমান আলীর ছেলে কৃষক মো. রেজাউল ইসলাম বাবু। তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়ির মধ্যে গোয়াল ঘরে মধ্যে দুইটি গর্ভবর্তী  গাভী এবং একটি ষাঁড় বাছুর তুলে বেঁধে রাখেন। ওই দিন গভীর রাতে কোন এক সময় চোরের দল তার বাড়ির গোয়াল ঘরে বাঁশের বেড়া কেটে দুইটি গাভী ও একটি ষাঁড় বাছুর চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে কৃষক রেজাউল ইসলাম বাবু গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে চুরির বিষয়টি টের পান। পরে অনেক খোঁজাখুঁজির পরও চুরির যাওয়া গরুগুলোর খোঁজ মেলেনি। আর চুরির যাওয়ার গরুর মূল্য আনুমানিক এক লাখ ৬০ হাজার টাকা বলে থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।