বন্যায় নিমজ্জিত বগুড়ার যমুনা ও বাঙ্গালী নদীর তীর ঘেঁষা এলাকাগুলি।পানিতে ভাসছে তাদের বাড়ীঘর।এমন দুরাবস্থায় ঠাঁই মিলছে বাঁধ সংলগ্ন ছোট কুটিরে।ফসল তলিয়ে চোখে ছানাবড়া দেখছে। একমুঠো খাবার নেই তাদের ঘরে।ভাগ্যের নির্মম পরিহাসে কর্মবিমুখ মানুষের চোখে-মুখে অসহায়ত্বের ছাপ।এমন পরিস্থিতিতে সরকারী ও বেসরকারি সংস্থাগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মানুষ মানুষের জন্য।বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।মানব সেবার চেয়ে বড় ধর্ম আর নেই।এ বিষয়গুলি মাথায় রেখে আজ শনিবার শেরপুর উপজেলার খামারকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব বগুড়ার সদস্যরা। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসিফ ইকবাল, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব আকন্দ,খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি আব্দুল মোমিন মহসিন, ইনার হুইল কাব অব বগুড়ার প্রেসিডেন্ট অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, ভাইস প্রেসিডেন্ট নূরদিয়া জাহান, সেক্রেটারী মনোয়ারা খাতুন সোহানা, সদস্য লাইজু ইয়াসমিন, লাবণ্য, সম্পা ইসলাম সহ প্রমূখ।