নীলফামারীর সৈয়দপুরে জগন্নাথদেবের পূজা ও রথযাত্রা উপলক্ষে একটি কমিটি গঠিত হয়েছে। এ কমিটি গঠনের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় শহরের শেরে বাংলা সড়কস্থ (সিনেমা রোড) শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত বিভিন্নজন আলোচনায় অংশ নেন। শেষে সম্মতিক্রমে ২য় বারের মত জগন্নাথদেবের পূজা ও রথযাত্রা উপলক্ষে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মৃনাল কান্তি দাস মিন্টু এবং অমিত কুমার আগরওয়ালা।
প্রসঙ্গত, আগামী ৪ জুলাই সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হবে জগন্নাথদেবের পূজা ও রথযাত্রা। শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে এ পূজার আয়োজন করা হবে। এছাড়াও রথযাত্রা শ্রী শ্রী বিষ্ণু মন্দির থেকে শুরু হয়ে শ্রী শ্রী হীরালাল ঠাকুরবাড়ী মন্দিরে গিয়ে শেষ হবে।